ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

‘বিভাগ পরিবর্তন ইউনিট’ রাখার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন


প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২০ ১৬:৩৮ অপরাহ্ন


‘বিভাগ পরিবর্তন ইউনিট’ রাখার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নোবিপ্রবি প্রতিনিধি: দেশের ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি জানিয়ে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নোয়াখালীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, ভর্তি পরীক্ষা পূর্বের নিয়মে করতে হবে। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়ে শিক্ষার মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে। স্বাধীনতার পূর্বের বৈষম্যের ন্যায় এখনো দেশে শিক্ষার্থীদের সাথে বৈষম্য চলছে তাহলে স্বাধীনতা অর্জন করে কী লাভ হলো?

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আরও বলেন, আমরা গত দেড়বছর বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়ে আসছি। আমরা আগের মতো ভর্তি পরীক্ষা চাই অথবা বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি জানাই। এটি না হলে অসংখ্য ভর্তিচ্ছু ক্ষতিগ্রস্ত হবেন।


   আরও সংবাদ