প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২০ ১৭:০৯ অপরাহ্ন
নোবিপ্রবি থেকে খাদিজা খানম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি ) ভাষা শহীদ আবদুস সালাম হলের পরিচ্ছন্নতাকর্মী মো. দুলাল মিয়া আর নেই।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নোয়াখালী সদর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খাদ্যনালীতে ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসা নিচ্ছিলেন দুলাল মিয়া।
আজ বাদ মাগরিব দুলাল মিয়ার নিজ বাড়ি নোয়াখালী সদরের রামকৃষ্ণপুর গ্রামে তার দাফন সম্পন্ন হয়।
দুলাল মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ২ সন্তানের জনক দুলাল মিয়া দীর্ঘদিন যাবত ভাষা শহীদ আব্দুস সালাম হলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেছেন।
দুলাল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। এক শোকবার্তায় নোবিপ্রবি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে নিহতের বিদেহী অাত্নার মাগফিরাত কামনা ও শোক সন্তত্বপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপাচার্য।