ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইবির বাস দুর্ঘটনায় আহত ২


প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২০ ১৬:৪০ অপরাহ্ন


ইবির বাস দুর্ঘটনায় আহত ২

ইবি থেকে শাহীন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার শুকুর আলী সহ একজন শিশু আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীর মতে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়ায় যাওয়ার পথে ভাদালিয়া বাজারের একটু আগে দুর্ঘটনাটি ঘটে। কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাক আলগামনকে ওভারটেক করে সামনে যাওয়ার সময়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রসাশক অধ্যাপক ড.মোঃরেজওয়ানুল ইসলাম বলেন, কুষ্টিয়া আলামপুর বাজারের কাছে ইবির বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে শিশুসহ কয়েকজন আহত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের ড্রাইভার সহ শিশু আহত হয়েছে। হাইওয়ে পুলিশ এসে আহতদেরকে চিকিৎসাকেন্দ্রে প্রেরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.পরেশ চন্দ্র বর্মন বলেন,ট্রাকের সাথে সংঘর্ষ ট্রাক ড্রাইভার শুকুর আলী সহ একটি শিশু আহত হয়েছে।আহতদেরকে চিকিৎসাকেন্দ্রে প্রেরণ করা হয়েছে।


   আরও সংবাদ