ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বিএনপির কাছে দেশ ও নেতা-কর্মীরা নিরাপদ নয় : তথ্যমন্ত্রী


প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২০ ১৭:১২ অপরাহ্ন


বিএনপির কাছে দেশ ও নেতা-কর্মীরা নিরাপদ নয় : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী ও আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কাছে দেশ ও তাদের নেতা কর্মীরাও নিরাপদ নয়।  জেলায় জেলায় বিএনপির কমিটির বাণিজ্যে লিপ্ত দলের হাই কমান্ডরা।

আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১২ টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়েজনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের ৯ম মৃত্যুবার্ষিকী ও বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরীরের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রয়াত নেতা আব্দুর রাজ্জাক ও চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মৃতি চারণ করে তথ্যমন্ত্রী বলেন, অনেকে নেতা হয় কিন্তু কর্মী বান্ধব নেতা হয় না। অনেকে বড় নেতা হয় কিন্তু সবাই গণ-মানুষের নেতা হয় না। এসময় প্রয়াত দুই নেতাকে জাতীয় নেতা হিসেবে আখ্যায়িত করেন ড. হাছান মাহমুদ।

বিএনপির নেতা মেজর হাফিজের বক্তিতার সূত্র ধরে  ড. হাছান মাহমুদ বলেন, বিএনপিতে জেলা পর্যায়ে কমিটি বানিজ্য হচ্ছে। যারা নিজ দলের কমিটি বানিজ্যে লিপ্ত, তারা যদি দেশ পায় তাদের স্বার্থে দেশও বানিজ্য করবে। বিএনপির হাতে দলও নিরাপদ নয় দেশও নিরাপদ নয়।

সীমান্ত হত্যা বন্ধ নিয়ে বিএনপির কালো ব্যাচ ধারনকে নিয়ে তথ্যমন্ত্রী বলেন। বিএনপি ক্ষমতায় থাকা কালিন সীমান্ত হত্যা যে পরিমানে ছিলো তা আগের চেয়ে অনেক টাইকম।  আওয়ামীলীগ ক্ষমতায় আশার পর দেশের সীমান্তে আগের চেয়ে হত্যা কমিয়ে আনা হয়েছে।

বিএনপিকে অনুরোধ করে ড. হাছান মাহমুদ বলেন। ২০১৪ সালে দেশে মানুষকে পুডিয়ে হত্যা ও জিয়াউর রহমান কর্তৃক সৈনিক হত্যা করায় জাতির কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাচ ধারন করার আহবান জানান তিনি।  যে দল মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের কখনও কালো ব্যাচ ধারণ করা শোভা পায় না।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ড. হাছান মাহমুদ। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। নাহিম রাজ্জাক। শামীম। জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম। আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার। লায়ন চিওরঞ্জন দাস। অরুণ সরকার রানা।


   আরও সংবাদ