প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২০ ১৮:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর চকবাজার মডেল থানার ৩০/৬ কামালবাগ বটতলা ট্যাংকি ঘাট এলাকা থেকে ৫৩০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী দীন ইসলাম (২৮) ও মতাহার আলি বিদ্যুৎ (২৫)কে গ্রেফতার করেছে র্যাব-১০।
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে র্যাব-১০ এর সিপিসি-৩ লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান।
মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে র্যাব-১০'এর একটি আভিযানিক দল রাজধানী বাবু বাজার থেকে গাবতলী গামী রোড সংলগ্ন, ৩০/০৬ কামালবাগ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫৩০ বোতল ফেন্সিডিল, চোরাচালান কাজে ব্যবহৃত একটি ট্রাক, ২টি মোবাইলসহ নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে বিশেষ ও অভিনব কৌশলে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে চোরাচালানের মাধ্যমে বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর চকবাজার মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।