ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বিজয় দিবস বাঙ্গালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় : রাষ্ট্রদূত


প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২০ ১৬:৪৮ অপরাহ্ন


বিজয় দিবস বাঙ্গালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় : রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক : বিজয় দিবসকে বাঙ্গালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত এম.আল্লামা সিদ্দীকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে নিহত সকল বীর সেনানী, শহীদ ও সম্ভ্রমহারা মা-বোনদের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর সক্রিয় নির্দেশনায় লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা, একটি গর্বিত ও প্রত্যয়ী জাতি হিসেবে এগিয়ে চলার অনুপ্রেরণার প্রধান উৎস। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার একটি জ্ঞান নির্ভর ও ডিজিটাল মধ্যম আয়ের দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

ডেনমার্কের কোপেনহেগেনস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে রাষ্ট্রদূত এম.আল্লামা সিদ্দীকী জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর ‍উদ্ভোধন করেন। সন্ধ্যায় দূতাবাস মিলনায়তনে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেনমার্কস্থ প্রবাসী বাংলাদেশী মুক্তিযোদ্ধা, রাজনীতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেনী ও পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 

ফলশ্রুতিতে, অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়াও দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যা মোকাবিলা, শিশু মৃত্যুহার হ্রাসসহ নানা ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বদরবারে রোল মডেলে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, বৈশ্বিক সমস্যা করোনার প্রভাব মোকাবিলায় বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। 

পরিশেষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধিশালী ও কল্যাণকর রাষ্ট্রগঠনে সবাইকে অবদান রাখতে তিনি উদাত্ত আহবান জানান। দূতাবাসের আয়োজনে বাংলাদেশী খাবারের পরিবেশনায় সান্ধ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন স্বাধীকার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পণ করা হয়। দিনটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত ভিডিও বার্তা প্রচার করা হয় এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করেন মিশনের কাউন্সেলর শাকিল শাহরিয়ার এবং দ্বিতীয় সচিব প্রধান মেহেবুব জামান। পরে প্রবাসীরা বিজয় দিবসের উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।


   আরও সংবাদ