প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২০ ১৬:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন বারবকুন্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ এবং জব্দকৃত প্রাইভেটকার দুইটির আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকালে র্যাব-৭ এর হেড অফিস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান হয়। আটককৃতরা হলেন- শহিদুল আলম মুন্না (২৬), চালক খোরশেদ আলম (২৬) ও চালক জাহেদ (৩২)।
মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন ডিটি রোড বারবকুন্ড বাজার বাসষ্ট্যান্ডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে চন্দ্রিমা মেডিসিন সেন্টারের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা দুইটি প্রাইভেটকার সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা প্রাইভেটকার দুটি থামানোর সংকেত দিলে প্রাইভেটকার দুটি র্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।
আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ তাদের দেখানো ও সনাক্তমতে প্রাইভেটকার দুটির ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ২৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিদের’কে গ্রেফতার এবং প্রাইভেটকার দুটি (চট্ট-মেট্রো-গ-১৩-৭৩২০ ও চট্ট-মেট্রো-গ-১৩-৩৭৮৭) জব্দ করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও প্রাইভেটকারসহ জব্দকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।