ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ভুয়া লাইসেন্স প্রস্তুুত কারক র‍্যাব-১০'এর হাতে


প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২০ ১৪:৫৪ অপরাহ্ন


রাজধানীতে ভুয়া লাইসেন্স প্রস্তুুত কারক র‍্যাব-১০'এর হাতে

স্টাফ রিপোর্টার : রাজধানীর শ্যামপুর মডেল থানাধীন পশ্চিম জুরাইন তুলা বাগিচা ১২৩ নাম্বার বাসার চতুর্থ তলার তিন রুমের ফ্লাট এর পশ্চিম পাশের কক্ষে মধ্যরাতে অভিযান চালিয়ে মোহাম্মদ সোহেল (৩৭) নামের একজন ভুয়া ড্রাইভিং লাইসেন্স প্রস্তুুত কারক'কে আটক করেছে র‍্যাব-১০।

বুধবার বিকালে র‍্যাব-১০এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এসব তথ্য জানান। 

এসময় তার কাছ থেকে বিআরটিএ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল সিল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল ড্রাইভিং লাইসেন্স, নকল লার্নার পেপার, মানি রিসিপ্ট এবং অন্যান্য জাল সনদসহ নগদ ৭ হাজার ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ বিআরটিএ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল সিল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স নকল ড্রাইভিং লাইসেন্স ও লার্নার্স পেপার এবং অন্যান্য জাল সনদ তৈরি করে লাইসেন্সিং কর্তৃপক্ষ বিআরটিএ ঢাকা সার্কেল দক্ষিণ কেরানীগঞ্জ এর কর্মকর্তার স্বাক্ষর জাল ও নকল এর মাধ্যমে আসল সার্টিফিকেট হিসাবে বিভিন্ন ব্যক্তির নিকট উচ্চ মূল্যে বিক্রয় করে আসছে। 

বিভিন্ন সূত্রে জানা যায় আটককৃত আসামি অবৈধভাবে ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে ১৩ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিতো। বিভিন্ন মানুষের নিকট থেকে প্রতারণাপূর্বক অর্থ আত্মসাতের মাধ্যমে মূল্যবান জামানত জাল করে প্রতারণার উদ্দেশ্যে অন্যের নিকট জাল ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিএমপি ঢাকার শ্যামপুর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।


   আরও সংবাদ