ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইতিহাসে কোনো নেতার দ্বারা যা সম্ভব হয়নি বঙ্গবন্ধু তা সম্ভব করেছেন : ধর্ম সচিব


প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২০ ১৩:৪৯ অপরাহ্ন


ইতিহাসে কোনো নেতার দ্বারা যা সম্ভব হয়নি বঙ্গবন্ধু তা সম্ভব করেছেন : ধর্ম সচিব

স্টাফ রিপোর্টার : ধর্ম সচিব নুরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধুর প্রতি আমাদের ঋণ ততোদিন থাকবে। বঙ্গবন্ধুর ঋন আমরা কখনো পরিশোধ করতে পারবোনা। বাঙালির হাজার বছরের ইতিহাসে কোনো নেতার দ্বারা যা সম্ভব হয়নি বঙ্গবন্ধু তা সম্ভব করেছিলেন। তিনি বাঙালি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। এর পূর্বে বাঙালি কখনোই একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের নেতৃত্ব দিতে পারেনি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে পবিত্র কুরআনখানি, আলোচনা ও দোয়া মাহফিল অনুুুষ্ঠানে  তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া খোকা এক সময় শেখ মুজিবুর রহমান, তারপর বঙ্গবন্ধু, সেখান থেকে তিনি বঙ্গবন্ধুর সন্মানে অভিষিক্ত হলেন। তিনি ১৯৪৮ সাল  থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত দীর্ঘ সময় এদেশের মানুষের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করে গেছেন, যার চূড়ান্ত পরিণতি লাভ করে নয় মাসের রক্তক্ষয়ী  মুক্তিযুদ্ধের মাধ্যমে।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাাদে মহান বিজয়। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন ছিল  এদেশের মানুষের মুখে হাসি ফোটানো। জাতি-ধর্ম নির্বিশেষে সকলের জন্য একটি শান্তিপ্রিয় দেশ হবে সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর অবর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন পার্শ্ববর্তী  দেশ সমূহের জন্য ঈর্ষনীয়  বিষয় হয়ে দাঁড়িয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা লাভ করবে।

ধর্ম সচিব তার বক্তব্যে আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন সত্যিকারের ঈমানদার মুসলমান ছিলেন। ৭ মার্চের ভাষনে তিনি ইনশাআল্লাহ তথা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে পরাক্রমশালী পাকিস্তানী শাসকের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন। স্বাধীনতা অর্জনের  দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছিলেন এবং আল্লাহর রহমতে বাঙালিকে স্বাধীন দেশ উপহার দিতে পেরেছিলেন।

ধর্ম সচিব আরও বলেন, বঙ্গবন্ধু তার সারাটি জীবন বাঙালির মুক্তির জন্য, স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। তিনি শুধুমাত্র বাঙালির নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। আন্তর্জাতিক সম্প্রদায়  বঙ্গবন্ধুকে তার এই অপরিসীম নেতৃত্ব গুণের কারণে জুলিও কুরি পুরস্কারে ভূষিত করেছিল।

সাম্প্রতিক সময়ে ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার  প্রবর্তনের  ঘোষণা দিয়েছে।  ইতোপূর্বে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এসবই বঙ্গবন্ধুর বিশাল ব্যক্তিত্বের প্রতি বিশ্ববাসীর সম্মান প্রদর্শন। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে, তাকে নিয়ে পড়াশোনা করতে হবে।

মহান বিজয় দিবস-২০২০ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টে  শাহাদাত বরণকারী তার পরিবারের সকল শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ত্রিশ  লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতীতা মা- বোনসহ যাদের অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল, তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি প্রার্থনা করে ইসলামিক ফাউন্ডেশন পবিত্র  কুরআনখানি, আলোোচনা  ও দোয়া মাহফিলের আয়োজন করে। সকাল ১০.০০টা হতে ১২.০০টা পর্যন্ত বায়তুল মোকাররম মসজিদে হাফেজে কুরআনদের খতমে কুরআন চলে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পবিত্র কুরআনখানি, আলোচনা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্ণরস এর গভর্ণর ড. মাওলানা কাফিল উদ্দিন সরকার সালেহী প্রমুখ, ইসলামিক ফাউন্ডেশন এর সহকারি পরিচালক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।  

অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন  এর কর্মকর্তা- কর্মচারীবৃন্দসহ বিপুল সংখ্যক মুসুল্লি অংশ গ্রহণ করেন। 


   আরও সংবাদ