প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২০ ১৩:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশ যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপন করেছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি সদর দপ্তরসহ বাহিনীর সকল রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটসমূহে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।
দিবসের কর্মসূচি অনুযায়ী বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণসহ সামাজিক দূরত্ব বজায় রেখে বিজিবি সদর দপ্তর পিলখানা, ঢাকায় বাদ মাগরিব ও বিজিবি’র সকল ইউনিটের মসজিদে বাদ ফজর আয়োজিত বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত, জাতির শান্তি ও সমৃদ্ধি এবং বিজিবি’র উত্তরোত্তর অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।
এছাড়া ১৬ ডিসেম্বর ২০২০ তারিখে প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে সকাল ০৬১০ ঘটিকায় বিজিবি সদর দপ্তরসহ দেশের অন্যান্য সকল ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সারাদেশে বিজিবি’র সকল ইউনিটে প্রীতিভোজের আয়োজন, বিজিবি সদর দপ্তরের গুরুত্বপূর্ণ ভবন, স্থাপনা ও গেইটে আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।