প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২০ ১৩:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং টেলিটকের মধ্যে কর্পোরেট ডিজিটাল সার্ভিস সংশ্লিষ্ট বিষয়ে এক সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মধ্যে আজকের এ সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের যুব উন্নয়নে এক নতুন যুগের সূচনা হলো। এটি প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের আর একটি কার্যকরী পদক্ষেপ। আমি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজের সার্বিক উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর দেশব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। যুব উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের বিভিন্ন ট্রেডে দক্ষতাবর্ধক প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। তবে কোভিড পরিস্থিতির কারণে প্রশিক্ষন কার্যক্রম কিছুটা স্হবির হয়ে পড়েছে।
প্রশিক্ষণ কার্যক্রমে গতিশীলতা আনতে অনলাইনভিত্তিক ট্রেনিং চালু করতে আমরা টেলিটকের সাথে "ই-ট্রেনিং এন্ড সার্ভিস ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম" স্হাপন বিষয়ে সমঝোতা স্মারক সাক্ষর করছি। এর মাধ্যমে আমাদের যুবসমাজ ঘরে বসেই প্রশিক্ষন গ্রহণ করতে পারবে। একই সাথে এ প্লাটফর্ম ব্যবহার করে আমাদের খেলোয়াড়রাও অনলাইনে প্রশিক্ষণ ও মোটিভেশন কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পক্ষে মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্হাপনা পরিচালক সাহাবউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও টেলিটক বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।