প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২০ ২৩:২৪ অপরাহ্ন
গণবি থেকে স্পন্দন : মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ইউনিট বিজয়ের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ করে; সাথে ছিল গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ছাত্রলীগ।
উপস্থিত ছিলেন সংগ্রামী সভাপতি মিজানুর রহমান সুমন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আশিক হাসান স্বাগত। প্রতিবারের ন্যায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আশিক হাসান স্বাগত এর নির্দেশে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে এবং কোভিড ১৯ সম্পর্কিত জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে।