প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২০ ১৫:৪৬ অপরাহ্ন
নোবিপ্রবি প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস ) পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ বুধবার ( ১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, সাবেক স্পীকার আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সমিতির দপ্তর সম্পাদক হিমেল শাহরিয়ার , অর্থ সম্পাদক মাঈনুদ্দীন পাঠান, কার্যনির্বাহী সদস্য আব্দুল কবির ফারহান , এস জে আরাফাত সহ সমিতির অন্যান্য সদস্যরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার উল আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল, অনুষদ, বিভাগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।