ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

তিন ঘন্টা অপেক্ষা করে ফিরে আসলেন সভাপতি ও সম্পাদক


প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


তিন ঘন্টা অপেক্ষা করে ফিরে আসলেন সভাপতি ও সম্পাদক

স্টাফ রিপোর্টার : আজ রোববার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। কিন্তু প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে থাকায় দীর্ঘ তিন ঘন্টা পর ফিরে আসেন বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক। 

গত শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোয়ন বোর্ড ও সংসদীয় কমিটির বৈঠকে ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এমন খবর দেশের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। এরই অংশ হিসেবে ছাত্রলীগের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। 

গোলাম রাব্বানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ অধিবেশনে থাকায় আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দেখা করতে পারিনি। তবে আগামীকাল সোমবার সকালে আবার গণভবনে তাঁর সঙ্গে দেখা করতে যাবো। তবে তিনি আমাদের এখনও সময় দেননি। তারপরেও আশা করি দেখা করার সুযোগ হবে।


   আরও সংবাদ