ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

শুরু হয়েছে কুবি শিক্ষক সমিতির নির্বাচন


প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২০ ২৩:৩৪ অপরাহ্ন


শুরু হয়েছে কুবি শিক্ষক সমিতির নির্বাচন

কুবি থেকে শাহীন আলম : চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২১ এর নির্বাচন। রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে থেকে প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে শুরু হওয়া এ নির্বাচন চলবে দুপুর দুইটা পর্যন্ত। 

নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।এছাড়া কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল হক।

শিক্ষক সমিতির নির্বাচন-২০২১ এ কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের বিপরীতে নীল দলের ২টা প্যানেল থেকে ১৫ জন করে ৩০ জন এবং সাদা দল থেকে ৩জনসহ মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

বঙ্গবন্ধু পরিষদের (মনিরুজ্জামান-মোকাদ্দেস) পক্ষে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো.শামিমুল ইসলামকে সভাপতি এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন। 

এছাড়া এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে মোহাম্মদ মাকসুদুল করিম, মো.সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক- মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা। কার্যকরী সদস্য পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, তোফায়েল আহমেদ, আমান মাহবুব এবং নাজমুল হক।

অপরদিকে বঙ্গবন্ধু পরিষদের (কাজী ওমর-জিয়া) অংশের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে  নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন। 

এছাড়া এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি-মো. আব্দুর রহমান,জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-মাহবুবুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ- মুহাম্মদ রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মোশারফ হোসাইন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- কাজী এম. আনিছুল ইসলাম। 

কার্যকরী সদস্য পদে ড. স্বপন চন্দ্র মজুমদার, ড. মোহাম্মদ মিজানুর রহমান, মো.জিয়া উদ্দিন, কাজী ওমর সিদ্দিকী, এমদাদুল হক, হাসেনা বেগম, জয় চন্দ্র রাজবংশী।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ জানান, নির্বাচন শান্তিপূর্ণ, নিরবিচ্ছিন্নভাবে চলছে। কারো কোনো অভিযোগ নেই। 

সভাপতি পদপ্রার্থী অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো.শামিমুল ইসলাম বলেন,  নির্বাচনটা আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল। অবশেষে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, এজন্য আমি আনন্দিত। যদি সকল শিক্ষকরা স্বতঃস্পূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তাহলে আমাদের প্যানেল বিজয়ী হবো বলে আমরা আশাবাদী। 

অন্য সভাপতি পদপ্রার্থী নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, আমাদের প্রত্যাশার চেয়ে ভালো পরিবেশে নির্বাচন হচ্ছে। যেই নির্বাচন করে সেই বিজয় প্রত্যাশা করে। জয়-পরাজয় আমার কাছে মূল বিষয় না, যেই সুযোগ পাবে সেই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করবে। 

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর এবং ৩ ডিসেম্বর শিক্ষকদের পাল্টা কমিশন গঠনে শিক্ষকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধ নিরসনে ১০ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেটে কমিশন পূনর্গঠিত হয়। এবং এ কমিশনের অধিনেই এই নির্বাচন চলছে।


   আরও সংবাদ