প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২০ ১৫:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন নয়াগাঁও, বাদশামিয়া ইস্কুলের সামনে পাকা রাস্তার উপর মধ্যরাতে বিশেষ অভিযানে সাজিদ সরকার ইমন (৩১) নামের একজন ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে র্যাব-১০।
আজ শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে র্যাব-১০এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান। এসময় তার কাছ থেকে এক জোড়া সরকারি হ্যান্ডকাপ, একটি মোবাইল এবং নগদ ২৬০ টাকা উদ্ধার করা হয়।
কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ নিজেকে ডিবির সহকারি পুলিশ কমিশনার পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। নিজেকে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষদেরকে বিভিন্ন সভায় ভয়-ভীতি প্রদর্শন করে আসছিল মিথ্যা পরিচয় বিবাহের জন্য মেয়ে দেখছিলা।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১০এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল মিথ্যা পরিচয়দানকারী পুলিশ কর্মকর্তাকে গত রাতে টাকা লেনদেনের সময় হাতেনাতে আটক করে। পরে আটককৃত আসামীেক কামরাঙ্গীরচর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা প্রক্রিয়াধীন।