প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২০ ১২:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর চকবাজার মডেল থানাধীন ৭০/২, বেগম বাজার বাড়ির সামনে থেকে বিলকিস নামের একজন ১৪ বছরের বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে রাজু উদ্দিন জসিম (৩৮)কে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রাতে র্যাব-১০ সিপিসি কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রাজু উদ্দিন জসিম নামের এই যুবক বাক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে সারারাত ধর্ষণ করে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হলে সঙ্গীও ফোর্স নিয়ে গতকাল মধ্যরাতে ঐই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাকপ্রতিবন্ধী শিশুধর্ষক রাজু উদ্দিন জসিম'কে গ্রেফতার করি।
মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ধর্ষকের বিরুদ্ধে রাজধানীর চকবাজার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৭/৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।