ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইবিতে প্রতিবাদ সমাবেশ


প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২০ ১৫:১১ অপরাহ্ন


কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইবিতে প্রতিবাদ সমাবেশ

ইবি থেকে শাহীন: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও দেশব্যাপী তাদের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।

সোমবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন এর পরিচালনায় এবং সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, ফরিদপুর টাইমস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম আক্তার হোসেন জিল্লু।

এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক ডা. এস এ মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এসময় ড. আ আ স ম আরেফিন সিদ্দিক বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ভাস্কর্য নির্মানে যারা বাঁধা দিচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুর সম্মান অক্ষত অবস্থায় রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়াও বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতির সহ-সভাপতি গোলাম আযম, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান, টেকনিক্যাল সহায়ক কর্মচারী সমিতি সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, ইবি ছাত্রলীগ নেতা শিশির ইসলাম বাবু, ফয়সাল সিদ্দিকী আরাফাত সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।


   আরও সংবাদ