প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২০ ১৫:০৬ অপরাহ্ন
বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সোমবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা ১১:৩০ এ বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুবের নেতৃত্বে শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনটিতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, আইন অনুষদের ডিন মোঃ আবদুল কুদ্দুস মিয়া, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বি.এম. আশিকুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তরা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. শাহজাহান বলেন, “আমি একজন সচেতন নাগরিক হিসাবে এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে শিক্ষা মন্ত্রনালয় এক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন ধর্মীয় প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা,আলিয়া মাদ্রাসার সিলেবাসের দিকে দৃষ্টি দিতে হবে। তাদের সিলেবাস সমৃদ্ধ করতে পারলে, তাদেরকে বিজ্ঞান ও ইতিহাস জানাতে পারলে তারা ধর্মান্ধ ও উগ্র মনোভাব থেকে বেড়িয়ে আসতে পারবে।”
সমাবেশে উপাচার্য ড.এ কিউ এম মাহবুব বলেন,“বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু যেই মহলটি ৭১ এ পরাজিত হয়েছিলো, যেই মহলটি ৭৫ এ জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিলো তারা এই অগ্রযাত্রা মেনে নিতে পারে নি। আর একারণেই তারা আজ বঙ্গবন্ধুর ভাষ্কর্যের বিরোধিতা করছে। তারা যখন দেখলো জীবিত বঙ্গবন্ধু আর লোকান্তরের বঙ্গবন্ধুর মধ্যে পার্থক্য নাই,তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনাকে লালন করছে, তখনি তাদের ভাস্কর্য ভাংচুর করতে হল।পৃথিবীর ইতিহাসে কোন জাতি এখনও পর্যন্ত তাদের পিতাকে অবমাননা করেছে এমন নজির দেখিনি। এদেরকে নির্মূল করতে সবাইকে এখনই এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “কাবা ঘর নির্মাণের জন্য হযরত ইব্রাহিম (আঃ) এর পায়ের ছাপ স্মরণীয় করে রাখা হয়েছে। আর যে বঙ্গবন্ধু বাংলাদেশ নির্মাণের প্রধান অগ্রনায়ক তার ভাস্কর্য থাকলে সমস্যা টা কোথায়! যারা এধরণের কাজ করছে তারা কিছু না জেনে বুঝেই এসব করছে।”
এসময় তিনি সরকারের নিকট এই অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও যাতে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিকভাবে জানতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।