প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২০ ১৫:০০ অপরাহ্ন
ইবি থেকে শাহীন: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সোমবার (০৭ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, এ ভাঙচুরের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশের স্বাধীনতার মর্মমূলে আঘাত করা হয়েছে। মুক্তিযুদ্ধের নয় মাস যারা স্বধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, কেবল তাদের পক্ষেই বিজয়ের এ মাসে এমন ঘৃণ্য অপকর্ম সংঘটিত করা সম্ভব। সমস্ত শক্তি দিয়ে এই প্রতিক্রিয়াশীল অপশক্তির তৎপরতার বিরুদ্ধে গণজাগরণ এবং প্রতিরোধ গড়ে
তুলে মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রাণপ্রিয় স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরেরর পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের এ ঘটনা শুধু ইসলামী
বিশ্ববিদ্যালয় নয়, দেশের আপামর জনতাকে ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। উপাচার্য অধ্যাপক
ড. সালাম ভাঙচুরের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন।
উল্লেখ্য গত শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, মুখমণ্ডল ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে স্বাধীনতা বিরোধী অপশক্তিরা।