প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২০ ১৯:৪২ অপরাহ্ন
ইবি থেকে শাহীন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক ভেঙে বিকৃত করায় মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ ও প্রগতিশীল চেতনায় বিশ্বাসী শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।
বরিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের সামনে মানববন্ধন করে সংগঠনটির সদস্যরা।
শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহুবুব স্যারের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল, অধ্যাপক ড. সেলিমা নাসরিন সহ অন্যান্য শিক্ষক এবং কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী সমিতির নেতাকর্মীরা।
এদিকে একই ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।