প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২০ ১৭:২৯ অপরাহ্ন
নোবিপ্রবি থেকে খাদিজা খানম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর অনভিপ্রেত ও উদ্দেশ্যমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর শিক্ষক সংগঠন নীল দল।
গত শনিবার (৫ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড.ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক স্বাক্ষরিত বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শিক্ষা দর্শনে লালিত শিক্ষক সংগঠন নোবিপ্রবি নীল দল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে যেখানে কোন সাম্প্রদায়িকতার স্থান থাকবে না।সাম্প্রতিক সময়ে ভাস্কর্য ইস্যুতে অহেতুক সাম্প্রদায়িক বিতর্ক নোবিপ্রবি নীল দলের দৃষ্টিগোচর হয়েছে।
নোবিপ্রবি নীল দল মনে করে, ভাস্কর্য এমন একটি শিল্পকর্ম যেখানে জড়িয়ে থাকে শিল্পীর মেধা, মনন ও কল্পনা শক্তির মুক্ত প্রকাশ যা তার নান্দনিকতা ও দর্শনীয়তার গুণে আমাদের মুগ্ধ করে। ধর্মীয় চিন্তার সাথে শিল্পীর ত্রি-মাত্রিক সৃজনশীল কর্মকে গুলিয়ে ফেলে মৌলবাদী স্বার্থ হাসিল করার অপচেষ্টা আমরা ঘৃণাভরে প্রত্যাক্ষাণ করছি।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বাঙালির অবিনাশী চেতনার মূর্ত প্রতীক। বাংলাদেশ ও বঙ্গবন্ধু একইসুত্রে গাঁথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর অনভিপ্রেত ও উদ্দেশ্যমূলক বক্তব্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের আবহমানকালের সংস্কৃতির প্রতি চরম আঘাত।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অনাহূত বিতর্ক সৃষ্টি করে বাংলাদেশের শান্তিপ্রিয় জনসাধারণের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়া মোটেই কাম্য নয়। নোবিপ্রবি নীল দল সাম্প্রতিককালের অহেতুক বিতর্ক সৃষ্টির বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করে তীব্র প্রতিবাদ করছে এবং স্বল্পতম সময়ের মধ্যে এর একটি কার্যকর সমাধান খুঁজে বের করার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছে।