ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

"রৌপ্য ব্যাঘ্র" পদকে ভূষিত হলেন সচিব আনোয়ার


প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২০ ১৬:৩৩ অপরাহ্ন



স্টাফ রিপোর্টার : স্কাউটস আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের জন্য বাংলাদেশ স্কাউটস-এর সর্বোচ্চ সম্মাননা “রৌপ্য ব্যাঘ্র” পদকে ভূষিত হয়েছেন বাংলাদেশ স্কাউটসের উন্নয়ন বিষয়ক জাতীয় কমিটির সভাপতি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

গতকাল শনিবার (৫ডিসেম্বর) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের ৪৯ তম বার্ষিক (ত্রি-বার্ষিক) সাধারণ সভায় তাঁকে এই পদক প্রদান করা হয়।

প্রসঙ্গত, কবির বিন আনোয়ার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। 

তিনি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র  পররাষ্ট্র মন্ত্রণালয়, ফার্স্ট সেক্রেটারি হিসেবে বাংলাদেশ এ্যাম্বাসি ,নেদারল্যান্ডস, সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়, উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয় পদে কর্মরত ছিলেন।  

উল্লেখ্য, তাঁর জনমূখী কল্যানধর্মী কাজের জন্য বহু পদক ও সম্মাননায় ভূষিত হন। তিনি আইটিইউ থেকে ২০১৪, ২০১৫, ২০১৭, ২০১৮ সালে ডাব্লুআইএ্সআইএস পুরষ্কার গ্রহণ করেন। এছাড়া ২০১৬ ও ২০১৮ সালে জনপ্রশাসন পদক এবং ২০১৭ সালে গ্রুপ পুরষ্কার খুলুন গ্রহণ করেন।


   আরও সংবাদ