প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২০ ২১:২৪ অপরাহ্ন
ইবি থেকে শাহীন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ রাতের আঁধারে স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক ভেঙে বিকৃত করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ ও প্রগতিশীল চেতনায় বিশ্বাসী শিক্ষক সংগঠন "শাপলা ফোরাম" তীব্র, নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে।
শনিবার (০৫ ডিসেম্বর) শাপলা ফোরাম এর সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত এবং প্রতিবাদ বার্তায় এমন ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য তীব্র, নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। সেই সাথে দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতেও প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়ছে।
এছাড়াও এমন ঘৃণিত কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তীব্র নিন্দা জানিয়েছেন।