প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২০ ১৪:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক না পড়ে বের হওয়ায় ৩০ জনকে ৬২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র বসুর ভ্রাম্যমাণ আদালত এবং সার্বিক সহযোগিতায় ছিলেন র্যাব-১০।
বুধবার (০২ ডিসেম্বর) সকাল সোয়া ১১ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা জেলা প্রশাসন ও র্যাব-১০ এর সম্মিলিত উদ্যোগে করোনাকালীন স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, মন্ত্রীসভায় করোনাকালীন স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে বাহিরে মাস্ক পরিধান করে বের হওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। সেটিকে টার্গেট করে আমরা অভিযান পরিচালনা করেছি আজ।
আমরা সোয়া ১১ টার দিকে অভিযান শুরু করি যা শেষ হয় বেলা ১ টা ৩০ মিনিটের দিকে। পরে অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
তিনি বলেন, এ সময় ভ্রাম্যমাণ আদালত ৩০ জনকে মাস্ক না পড়ার অপরাধে ২০০-৩০০ টাকা করে মোট ৬ হাজার ২০০ টাকা আর্থিকদণ্ড প্রদান করে। এছাড়া অভিযানে ৬০০-৭০০ মাস্ক পথচারীদের মধ্যে বিতরণ করা হয় এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে তাদের সচেতনা বৃদ্ধি করতে নান পরামর্শ দেওয়া হয়। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া হয় বিভিন্ন জনকে।