প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২০ ১৪:১৬ অপরাহ্ন
হাবিপ্রবি থেকে আবু সাহেব : স্বাস্থ্যবিধি মেনে স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখীন ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন পরীক্ষার দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থীরা।
সড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খালেদ হোসাাইনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোন সংযোগ পাওয়া যায় নি।
উল্লেখ্য, এর আগেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।