প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ২২জনকে আটক করেছে পুলিশ। তাদের থানা হেফাজতে নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলছে পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমান জানান, মহররমের নিরাপত্তায় মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ২২ জন কিশোরকে আটক করা হয়েছে।
তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তারা কোনো কিশোর গ্যাংয়ের সদস্য কি না, তাদের বিষয়ে থানায় কোনো অভিযোগ আছে কি না-এসব বিষয়গুলো দেখা হচ্ছে। কোনো অভিযোগ না থাকলে তাদের ছেড়ে দেয়া হবে।