ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বশেমুরবিপ্রবিতে দুইটি বিভাগে দুই সভাপতি


প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২০ ১৪:১৪ অপরাহ্ন


বশেমুরবিপ্রবিতে দুইটি বিভাগে দুই সভাপতি

খাদিজা জাহান,বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুইটি বিভাগে নতুন দুইজনকে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগকৃত সভাপতি হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বদরুল ইসলাম এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক উজ্জ্বল মন্ডল।

বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৫(৩) দ্বারা মোতাবেক তিন (৩) বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ বদরুল ইসলামকে অত্র বিশ্ববিদ্যালয় আইনের ২৫(৩) ধারা মোতাবেক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান হিসেবে ০৩ (তিন) বছরের জন্য  নিয়োগ করা হলো। তিনি বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ রোকনুজ্জামান এর স্থলাভিষিক্ত হবেন।

অন্যদিকে এআইএস বিভাগের নিয়োগ আদেশে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জনাব উজ্জ্বল মন্ডল-কে অত্র বিশ্ববিদ্যালয় আইনের ২৫(৩)ধারা মোতাবেক ০৯/০৯/২০১৭ তারিখ থেকে ২৬/০১/২০১৯ তারিখ পর্যন্ত পূর্ববর্তী মেয়াদ কালসহ সর্বমোট ০৩(তিন)বছরের জন্য একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান নিয়োগ করা হলো। তিনি জনাব মোঃআব্দুল মান্নান খাঁন-এর স্থলাভিষিক্ত হবেন।

আদেশদ্বয়ে আরও বলা হয়েছে, চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন এবং এ আদেশ আগামী ০১/১২/২০২০ তারিখ থেকে কার্যকর হবে।

 


   আরও সংবাদ