ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

নানা আয়োজনে পালিত হলো ৪২তম ইবি দিবস


প্রকাশ: ২২ নভেম্বর, ২০২০ ১৯:২৬ অপরাহ্ন


নানা আয়োজনে পালিত হলো ৪২তম ইবি দিবস

ইবি থেকে শাহীনঃ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস। স্বাধীন বাংলাদেশের প্রথম এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৭৯ সালের আজকের এই দিনে।

দিবসটি উপলক্ষে রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ তাঁদের সঙ্গে ছিলেন।

পতাকা উত্তোলন শেষে শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। এরপর তিনি ৪২তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ৪২টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এতে অংশ নেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হলপ্রভোস্ট, অফিসপ্রধান, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম ও সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা ১১টায় প্রশাসন ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে ৪২তম ইবি দিবসের কেক কাটেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ৪২তম ইবি দিবসের শুভেচ্ছা জানান।

দিবসটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, নানা বাঁধা-প্রতিবন্ধকতা পেরিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এছাড়াও মৃত্যুঞ্জয়ী মুজিব, মুক্তির আহবান ও শ্বাশত মুজিব ম্যুরাল, শহীদ মিনার, স্মৃতিসৌধ, মুক্ত বাংলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এসব স্থাপনা এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার, মুক্তিযুদ্ধ কর্ণার ও একুশে কর্ণার আমাদের ইতিহাস ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে আছে।

বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় অনলাইন আলোচনাসভা

(ওয়েবিনার)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী

শহীদুল্লাহ এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উপাচার্য অধ্যাপক

ড. শেখ আবদুস সালাম-এর সভাপতিত্বে ওয়েবিনার-এ বিশেষ অতিথি হিসেবে

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং অতিথি হিসেবে রেজিস্ট্রার

(ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ অংশ নেন। ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি

ড. মোস্তাফিজুর রহমান-এর সঞ্চালনায় ওয়েবিনার-এ স্বাগত বক্তব্য রাখেন ৪২তম

ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপ-কমিটি ২০২০-এর আহ্বায়ক অধ্যাপক ড.

আহসান-উল-আম্বিয়া। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাস বর্ণিল পতাকায় এবং ভবনসমূহ আলোকসজ্জিত করা হয়েছে।


   আরও সংবাদ