ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

আইকিউএসি'এর আয়োজনে হাবিপ্রবির শিক্ষকদের প্রশিক্ষণ


প্রকাশ: ২২ নভেম্বর, ২০২০ ১৯:২২ অপরাহ্ন


আইকিউএসি'এর আয়োজনে হাবিপ্রবির শিক্ষকদের প্রশিক্ষণ

মোঃ আবু সাহেব, হাবিপ্রবি: ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ( আইকিউএসি) এর আয়োজনে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) "এইচএসটিইউতে ফলাফল ভিত্তিক শিক্ষা (ওবিই) ​​কারিকুলা ফাইনালাইজেশন এবং ম্যাটারিয়ালাইজেশন" এর উপর একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর)  সকাল ১০ টায় আইকিউএসি কনফারেন্স রুমে এই কর্মশালার উদ্বোধন করেন  প্রধান অতিথি হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এবং সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব ) প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।

এ সময় উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মান উন্নয়ন ও ভৌত অবকাঠামোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নে যুগোপযোগী কারিকুলা একান্ত প্রয়োজন। এরই ধারাবাহিকতায় আউটকাম বেজড কারিকুলা তৈরির জন্য আজকের এই প্রশিক্ষণ কর্মশালা গুরুপ্তপূর্ণ ভূমিকা পালন করবে।

আজকের কর্মশালায় মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীনসহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ অংশগ্রহণ করেন। ধাপে ধাপে অন্যান্য অনুষদের শিক্ষকদের জন্যও এই কর্মশালার আয়োজন করা হবে।

 


   আরও সংবাদ