ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে র‌্যাবে অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২০ ১৮:১৪ অপরাহ্ন




রাজধানীতে র‌্যাবে অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে ইফতিয়াজ সাঈদ সরদার ওরফে সায়মন (৪০) ও আছমা বিবি (৩৬) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১।

তাদের কাছ থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা, রেল ভ্রমণের ১টি টিকিট, ইয়াবা ক্রয়-বিক্রয়ের ১টি খাতা, ১টি ট্রলি ব্যাগ ও  ইয়াবা সেবনের উপকরণসহ ১টি বাক্স উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। তারা চট্টগ্রাম থেকে সূবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় আসেন।
 
বুধবার র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক ইফতিয়াজ সাঈদ সরদার পেশায় মাদক ব্যবসায়ী। তিনি ও তার সহযোগী আছমা বিবি চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ এলাকায় থাকতেন। দীর্ঘ আট বছর ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে। ইফতিয়াজ সাঈদ সরদার গত ২ বছর ধরে আছমা বিবির সহায়তায় চট্টগ্রাম এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলেন। তারা কৌশলে কক্সবাজারের মাদক ডিলারদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করেন।

আছমা বিবি বোরখার আড়ালে, শরীরের বিভিন্ন জায়গায় এবং ট্রলি ব্যাগে করে ইয়াবা বহন করতেন। প্রতিমাসে ৫ থেকে ৬ বার আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা পরষ্পর যোগসাজশে তারা যাত্রী ছদ্মবেশে বাস ও ট্রেনে করে অভিনব কায়দায় চট্টগ্রাম থেকে ইয়াবা এনে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ ও বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ