প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২০ ২১:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, আদর্শ ও সংগ্রামভিত্তিক তথ্যচিত্র ও আলোকচিত্র সম্বলিত “বঙ্গবন্ধু কর্ণার” উদ্বোধন করেন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (অতিরিক্ত দায়িত্ব) ড.শ্যামল কান্তি চৌধুরী।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকার সেগুনবাগিচাস্থ সিজিডিএফ এর প্রধান কার্যালয়ের ৪র্থ তলায় “বঙ্গবন্ধু কর্ণার” উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু কর্ণারে দেশ, জাতি ও বিশ্বের নিপীড়িত মানুষের জন্য বঙ্গবন্ধুর নির্দেশনা, বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাসহ বিশিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের মন্তব্য; বঙ্গবন্ধুর জীবন, কর্ম, আদর্শ ও সংগ্রামভিত্তিক তথ্যচিত্র, স্বাধীকার আন্দোলনে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর উপর তদানীন্তন পত্রিকার সংবাদ, বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও মুক্তিযুদ্ধের বই, বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ত্রিমাত্রিক প্রতিকৃতি, বঙ্গবন্ধুকে নিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন পত্রিকায় প্রকাশিত খবরের পেপার কাটিং ইত্যাদি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ে কর্মরত ও প্রাক্তন উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।