প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২০ ১৮:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর হাজারীবাগ থানাধীন, পার্কের ঢাল ভাগলপুর লেন, ২০/২ সাইফুল এর বাড়ির সামনে গলিতে মধ্যরাতে মাদকবিরোধী অভিযানে ২ মহিলাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
রোববার (১৫ ই নভেম্বর) সকালে র্যাব-১০এর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বিএন নিউজকে এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন- জুই আক্তার (১৯), শান্তা (৩০) ও রফিকুল ইসলাম (২৫)। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ১০০পিস ইয়াবা, ৩ মোবাইল ফোন এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মেজর আনিসুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ঢাকার হাজারীবাগ থানা সহ আশেপাশের থানা এলাকায় মাদক দ্রব্য ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে।
রাজধানীর হাজারীবাগ থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় অপরাধ করেছে মামলা হয়েছে।