ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

করোনা আক্রান্ত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২০ ১৬:১৩ অপরাহ্ন


করোনা আক্রান্ত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

জনসংযোগ কর্মকর্তা বলেন, আজ (রোববার) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। সেজন্য তার করোনা পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেয়া হয়। শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর  করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

অপু আরও জানান, পুনরায় নিশ্চিত হওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর নমুনা পুলিশ হাসপাতালে দেয়া হয়েছে। তবে তার মধ্যে কোনো লক্ষণ বা উপসর্গ নেই বলে জানান তিনি।


   আরও সংবাদ