ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

র‌্যাবের মিডিয়া উইংয়ের নতুন পরিচালক সারওয়ার-বিন-কাশেম


প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


র‌্যাবের মিডিয়া উইংয়ের নতুন পরিচালক সারওয়ার-বিন-কাশেম

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)'এর লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম। তিনি লে. কর্নেল এমরানুল হাসান এর স্থলাভিষিক্ত হলেন।

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত্রে র‌্যাব মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি র‌্যাব-১ এর অধিনায়ক পদে দায়িত্ব পালন করবেন। 

এসময় এএসপি মিজানুর রহমান জানান, পদোন্নতি হলেও নিজের বাহিনীতে ফিরছেন না র‌্যাব-৩'এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান।

তিনি এতদিন র‌্যাব-৩ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্বও পালন করে আসছিলেন।

এ বিষয়ে র‌্যাবের নতুন মুখপাত্র সারওয়ার-বিন কাশেম বলেন, ‘বর্তমানে র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি নতুন দায়িত্ব হিসেবে মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে যেন পালন করতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।’

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম এসও, ডেপুটি এফপিএম মনোস্ক জাতিসংঘ মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালের ৩ ডিসেম্বর প্রেষণে র্যাব ফোর্সেসে যোগদান করেন। ২০১৭ সালের ৩০ জানুয়ারি র্যাব-১ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

সারওয়ার-বিন-কাশেম ৪৩তম বিএমএ লং কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সারওয়ার-বিন-কাশেম একটি মিলিটারি পুলিশ ইউনিটের অধিনায়ক এবং পিজিআরের কোম্পানি উপ-অধিনায়ক ও অ্যাডজুটেন্টের দায়িত্ব পালন করেন। 

এছাড়া আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলে প্রশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি আইভোরিকোস্ট এবং মনোস্ক জাতিসংঘ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

সারওয়ার-বিন-কাশেম দেশ ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুর থেকে আর্মি স্টাফ কোর্স, পিএসসি ডিগ্রি লাভ করেন। 

তিনি থাইল্যান্ড থেকে ভিআইপি প্রোটেকশন কোর্স, চীন থেকে ইউজার ট্রেনিং অন এমবিটি-২০০০ কোর্স সম্পন্ন করেন। এ ছাড়া তিনি সিঙ্গাপুর, আইভোরিকোস্ট এবং ইতালি থেকে বিভিন্ন প্রশিক্ষণ নেন।

সারওয়ার-বিন-কাশেম সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের কমান্ড, প্রশিক্ষক ও স্টাফ অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। চাকরি ক্ষেত্রে পারদর্শিতা ও উৎকর্ষতার জন্য তিনি বিপিএম (সেবা) পদক প্রাপ্ত হন।


   আরও সংবাদ