প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
যশোর থেকে খান সাহেব : যশোরে পুকুরের পানিতে ডুবে মারিয়া (১২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
সে যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের তুহিন মোল্যার মেয়ে ও ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
মারিয়ার চাচা মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বাড়িতে মারিয়ার খালাতো বোন লিমার বিয়ের আয়োজন চলছে।
এর মধ্যে বিকেল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৬টার দিকে বাড়ির পূর্ব পাশে পুকুরে তার দেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কাজল মল্লিক মারিয়ার মৃত্যু ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
যশোর কোতয়ালি থানার এসআই সৈয়দ জাকির হোসেন পুকুরে ডুবে মারিয়ার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।