ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে মাদকসহ ব্যবসায়ী র‌্যাবের ফাঁদে


প্রকাশ: ৯ নভেম্বর, ২০২০ ২৩:০৭ অপরাহ্ন


রাজধানীতে মাদকসহ ব্যবসায়ী র‌্যাবের ফাঁদে

স্টাফ রিপোর্টার : রাজধানীর দক্ষিণখান থানাধীন ৩/২, কাওলা মোল্লা বাড়ির জৈনক মনির হোসেনের বাড়ির  সামনে পাকা রাস্তার উপর আজ এক মাদকবিরোধী অভিযানে সাইফুল ইসলাম (৩১) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে র্যাব-১০এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ  আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান।

এসময় আসামির কাছ থেকে ৩৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা, ০২টি মোবাইল ফোন সহ উদ্ধার করা হয়।  
 
মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ ঢাকার দক্ষিণখান থানা সহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে।  

রাজধানীর দক্ষিণখান থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় অপরাধ করেছে মামলা প্রক্রিয়াধীন।


   আরও সংবাদ