ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ২ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০


প্রকাশ: ৮ নভেম্বর, ২০২০ ১৬:০২ অপরাহ্ন


রাজধানীতে ২ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০

স্টাফ রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন, কোম্পানীগঞ্জ ম্যাটাডোর কোম্পানির পূর্বপাশে মামুনের চায়ের দোকানের বিপরীত পাশে পাকা রাস্তার উপর মধ্যরাতে অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে র্যাব-১০এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ  আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- আরমান  (২২) ও মোহাম্মদ হৃদয়। এসময় তাদের কাছ থেকে ২ টি স্টিলের ধারালো চাকু এবং ৪টি নতুন ব্লেড সহ উদ্ধার করা হয়।  

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা সঙ্ঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে  টাকাপয়সা মোবাইল ও মূল্যবান সম্পদ চিন্তায় করে থাকে।

তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় দন্ডবিধি ১৮৬০ এর ৩৯৩ ধারায় অপরাধ করেছে মামলা হয়েছে।


   আরও সংবাদ