ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত


প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীর আমতলী এলকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ফারহানাজ (২৯) নামের এক নারী নিহত।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে।

গুরতর আহত অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে, ফারহানাজ মহাখালী আমতলী পূর্ব পাশ হইতে পশ্চিম পারে মহাখালী ফ্লাইওভার শেষে ফুটপাত হইতে বিমানবন্দর মহাসড়ক যাওয়ার কালে একটি বাস (ঢাকা মেট্রো জ - ১১-৩০০৩) ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেখান থেকে বেলা ১১ টায় মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকালে মর্গে পাঠান।

মৃতের বড় বোন জিনাতরাজ বলেন, তার বোন স্বামী নাজমুল হাসান সহ পরিবার নিয়ে  মিরপুরের মনিপুর ৩৮৬ নম্বর বাসায় থাকেন। তার স্বামী পল্লী বিদুৎ অফিসে চাকুরী করেন। আর  ফারহানাজ বনানী এলাকায় ইউপিএল কোম্পানিতে হিসাবরক্ষক হিসাবে চাকুরী করতেন। তার তাহারিন হাসান ইসরা (১৩ মাস) একটি কন্যা সন্তান রয়েছে। তিন বোনের মধ্যে সে ছিল ২য়।

তিনি বলেন, সকালে স্বামী নাজমুল হাসান তাকে নিয়ে মহাখালী আমতলীর তার অফিসের বিপরিত পাশে ব্রিজের কাছে নামিয়ে দেন। পরে তার রাস্তা পার হয়ে অফিসে যাওয়ার কথা ছিল। কিছু রাস্তা পার হওয়ার আগেই সড়ক দুর্ঘটনার শিকার।

মৃতার স্বামীর গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার বাথুলী গ্রামে।


   আরও সংবাদ