প্রকাশ: ৭ নভেম্বর, ২০২০ ১৩:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শান্তিরক্ষীর নামাজে জানাজা ঢাকা সেনানিবাসস্থ চপার্স ডেন-এ অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকা সেনানিবাসের উধর্¡তন কর্মকর্তাগণ ও সকল পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ শনিবার (০৭ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে ধর্¡তন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরাদেহ নেয়া হয় গ্রামের বাড়ির উদ্দেশ্যে।
জানাজার পর সেনাবাহিনী প্রধানের পক্ষে কোয়াটার মাষ্টার জেনারেল (কিউএমজি) লেফট্যানেন্ট জেনারেল সামছুল হক শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর শান্তিরক্ষীর মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জ প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় নিহতের দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল মামুন, ৩৭ এসটি ব্যাটালিয়ন, আভিযানিক দায়িত্ব পালনকালে গত ২৫ অক্টোবর “ডেলে” নামক স্থানে ব্যান এলকিউআরএফ-১ এর একটি ওয়াটার বাউজার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
প্রয়াত সেনাসদস্যের মরদেহ গতকাল ০৬ নভেম্বর সকাল ০৮ টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।