প্রকাশ: ৪ নভেম্বর, ২০২০ ১২:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর সুত্রাপুর থানাধীন, ৫৪/১০, জনসন রোডস্থ মাস্টার ফটোকপি সেন্টারের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযানে শিলা রানী চৌধুরী (৪০) নামের একজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১০।
আজ বুধবার (০৪ নভেম্বর) র্যাব-১০এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এতথ্য জানান। এসম তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন এবং নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ ঢাকার সুত্রাপুর থানা সহ আশেপাশের থানা এলাকায় মাদক দ্রব্য ফেনসিডিলের ব্যবসা চালিয়ে আসছে।
ঢাকার সুত্রাপুর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৪(খ) ধারায় অপরাধ করেছে মামলা প্রক্রিয়াধীন।