ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

ফাইনাল পরীক্ষার দাবিতে হাবিপ্রবি'র প্রশাসনিক ভবনে তালা


প্রকাশ: ৪ নভেম্বর, ২০২০ ২৩:৫৮ অপরাহ্ন


ফাইনাল পরীক্ষার দাবিতে হাবিপ্রবি'র প্রশাসনিক ভবনে তালা

হাবিপ্রবি থেকে আবু সাহেব : স্নাতক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষার নেওয়ার দাবিতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থীরা।

আজ বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এমতাবস্থায় প্রশাসনিক ভবনে আটকা পড়েছেন কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীগণ।

এসময় প্রশাসনিক ভবনের সামনেই অবস্থান করছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. ফজলুল হক। তিনি বলেন, পরীক্ষার বিষয়টি একাডেমিক। তাই বিষয়গুলো অনুষদের ডিন দেখবে। শিক্ষার্থীরা ডিনের কাছে যাবে এবং ডিন পরীক্ষা নিয়ন্ত্রক শাখাসহ সংশ্লিষ্ট অফিসে জানাবে।

তিনিও আরও জানান,সরকার শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার দিকে জোর দিচ্ছে।সরকার সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও পরীক্ষার বিষয়ে আন্তরিক।


   আরও সংবাদ