ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাসেদ ও শামীমের নেতৃত্বে 'ঠাকুরগাঁও চিরন্তন'এর কমিটি গঠন


প্রকাশ: ১ নভেম্বর, ২০২০ ২১:৫৯ অপরাহ্ন


রাসেদ ও শামীমের নেতৃত্বে 'ঠাকুরগাঁও চিরন্তন'এর কমিটি গঠন

ঠাকুরগাঁও থেকে আবু সাহেব : "জেগে উঠো ঠাকুরগাঁওবাসী, সবার মুখে ফুটবে হাসি"-এই স্লোগান কে ধারন করে ঠাকুরগাঁও জেলার অন্তর্গত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক সংগঠন "ঠাকুরগাঁও চিরন্তন" এর  বালিয়াডাঙ্গী উপজেলার পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি-২০২০ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ) সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির বালিয়াডাঙ্গী উপজেলার পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব রয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) শিক্ষার্থী রাসেদ আলী এবং সাধারণ-সম্পাদক হিসেবে দায়িত্ব রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম আহমেদ।

এছাড়াও পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন- আবু বক্কর সিদ্দিক (রাবি), রবিউল আলম (হাবিপ্রবি),তানজিলা আক্তার (হাবিপ্রবি)। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন-  কামরুজ্জামান (হাবিপ্রবি),  মামুনুর রশীদ (ইবি), শেখ ফরিদ (হাবিপ্রবি),  শাফিরুল ইসলাম (বশেমুরবিপ্রবি),  আসাদুজ্জামান আসাদ (বশেমুরবিপ্রবি),  আখতারুজ্জামান মাসুদ (রাবি)।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আঃ রাজ্জাক(বশেমুরবিপ্রবি), উপ-প্রচার সম্পাদক-  দেলোয়ার সাঈদ (হাবিপ্রবি)। দপ্তর সম্পাদক-  মাহমুদ হাসান মুন্না (হাবিপ্রবি), অর্থ সম্পাদক-  সুজন আলী (রাবি), গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক-  ইমদাদুল হক (ঢাবি), সমাজ সোব বিষয়ক সম্পাদক-  খাইরুল কবির (ঢাবি), শিক্ষা ও পাঠচক্র সম্পাদক- রবি আহম্মেদ বাবু ( জবি), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-  খাদিজাতুল কোবরা বেলী (শেকৃবি), আইন বিষয়ক সম্পাদক- মলঃ দিলদার আলী (ইবি), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- মোঃ সাদেকুল ইসলাম (ঢাবি), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-  রিয়াদ সিদ্দিকী (কুয়েট), পাঠাগার বিষয়ক সম্পাদক- সোহেল রানা (বেরোবি), স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক- রেজুয়ানুল হক রেজা (রমেক), ধর্ম বিষয়ক সম্পাদক-  আবু রহমাম (বেরোবি), ক্রীড়া সম্পাদক- আঃ রহিম (বেরোবি),মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক-  সুমাইয়া আঁখি (জাবি), পরিবেশ বিষয়ক সম্পাদক- মোঃ হারুনুর রশিদ (হাবিপ্রবি), আপ্যায়ন বিষয় সম্পাদক- সন্তোষ চন্দ্র সিংহ (ঢাবি), দূর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক- পয়জার আলী (বেরোবি), কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক-  রাকিব হাসান জিরান (হাবিপ্রবি), মানবসম্পদ বিষয়ক সম্পাদক- মোঃ সাকিব হাসান মুন্না (হাবিপ্রবি), গণসংযোগ সম্পাদক- মোঃ জুয়েল রানা (রাবি)।ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক-  মুরাদ হোসেন (ডুয়েট)।

সহ-সম্পাদক হিসেবে রয়েছেন- ঈদমিরা আঁখি (ঢাবি),  আবু শাহেদ (হাবিপ্রবি), একরামুল হক (রাবি), রোমান উদ্দীন নোমান (বেরোবি),  নাহিদ কাউসার (রাবি)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন লেসমী রানী (ঢাবি),  সুমন আলী (ঢাবি),  জাহাঙ্গীর আলম (চবি),  আব্দুর রাজ্জাক (চবি), আশরাফুল হক ( বেরোবি)।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলায় প্রায় ৩২০০ জনেরও বেশি শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন।


   আরও সংবাদ