প্রকাশ: ১ নভেম্বর, ২০২০ ১৪:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জনপ্রিয় সাহিত্য পত্রিকা 'কালি ও কলম' এর সম্পাদক এবং বিশিষ্ট কবি, সাংবাদিক ও সংগঠক আবুল হাসনাত এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, সংস্কৃতির বিভিন্ন শাখায় পদচারণার মাধ্যমে আবুল হাসনাত বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে প্রভূত অবদান রেখেছেন। তিনি ছিলেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা 'কালি ও কলম' এর সম্পাদক এবং একইসঙ্গে চিত্রকলা বিষয়ক ত্রৈমাসিক ‘শিল্প ও শিল্পী’র সম্পাদক। তাছাড়া তিনি দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী দীর্ঘ ২৪ বছর ধরে সুনামের সঙ্গে সম্পাদনা করেন। তাঁর মৃত্যুতে শিল্প-সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, ছায়ানটের অন্যতম সংগঠক আবুল হাসনাত (৭৫) আজ সকালে রাজধানীর ধানমণ্ডিস্থ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফুসফুসের সংক্রমণজনিত রোগে ভুগছিলেন।