প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২০ ১৭:১৮ অপরাহ্ন
খাদিজা জাহান, বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান তছলিম আহম্মদকে এম্বাসেডর হিসাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক গবেষণা প্রকাশনী রিসার্চ লিপ।
গত ১২ অক্টোবর বশেমুরবিপ্রবির এই সহকারী অধ্যাপক এম্বাসেডর হিসাবে নির্বাচিত হন। বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় জার্নালে তার সর্বমোট ১৭৬ টি আর্টিকেল রয়েছে। রিসার্চ লিপের প্রত্যাশা তিনি দেশের সীমা অতিক্রম করে সকলের নিকট ভালোমানের গবেষণা পৌঁছে দিবেন।
এ বিষয়ে তছলিম আহম্মদ বলেন, “একজন শিক্ষকের যখন কোনো বিষয়ে গবেষণাপত্র থাকে তখন শিক্ষার্থীরা ওই বিষয়ে বিস্তারিত জানতে পারে এবং গবেষণায় ইচ্ছুক হলে গাইডলাইন পায়। আর আমি সবসময়ই চাই শিক্ষার্থীদের ভালো কিছু উপহার দিতে একারণে যতটা সম্ভব নিজেকে গবেষণায় সম্পৃক্ত রাখতে চেষ্টা করি।”
এসময় তিনি আরও বলেন, “গবেষণার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ইচ্ছাশক্তি। নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশেষ করে আমাদের মত বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তবে ইচ্ছে থাকলে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব।”
প্রসঙ্গত, সাধারণত একাডেমিক ও বৈজ্ঞানিক সেক্টরে গুরুত্বপূর্ণ এবং অনুকরণীয় অবদান রেখেছেন এমন ব্যক্তিদের এম্বাসেডর হিসেবে ঘোষণা করে থাকে রিসার্চ লিপ।