প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রোহিঙ্গা সমস্যা একটি জাতীয় সমস্যা, এ সমস্যায় দ্রুত পদক্ষেপ না নিলে চিরস্থায়ী সমস্যা সৃষ্টি হবে। তাই একটি রাজনৈতিক দলের সমস্যা না ভেবে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) কর্তৃক আয়োজিত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সংকট নিরসনের উপায় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, এই সমস্যা অনেক দেশেই আছে। ৭১ সালে আমরাও শরণার্থী হিসেবে আরেক দেশে আশ্রয় নিয়েছিলাম। পাকিস্তানের আত্মসমর্পণের পর আমরা নিজেরাই সে দেশ থেকে চলে এসেছি। আমাদেরকে কারো জোর করে পাঠাতে হয়নি। অথচ আজকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে পারছে না সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে।
তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই এবং দুর্নীতিতে ভরে গেছে। দুর্নীতির কারণেই আজকে ক্ষমতায় যাওয়ার প্রবণতা বেশি এবং ক্ষমতায় থাকার প্রবণতা বেশি। কারণ বিনা ভোটে একবার ক্ষমতায় গেলে কোটি কোটি টাকা।
সরকারের নিজেদের মধ্যেই অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, সরকারে এইরকম একটা দুরবস্থার মধ্যেও একটু সাহসের অভাবে আমরা জাতীয়তাবাদী শক্তিরা ঐক্যবদ্ধ ভাবে তাদের ধাক্কা দিতে পারছিনা। কেন এত ভয়, কিসের ভয়, কিসের ভয়, মৃত্যু ছাড়া আর মানুষের জীবনে ভয় পাওয়ার কিছু আছে। মৃত্যু তো প্রত্যেক জীবনের হবে এটা অবধারিত মৃত্যুকে আমি যতই ভয় পাই না কেন মৃত্যুকে তো আমি অবহেলা অবজ্ঞা করতে পারব না। সে কারণেই আমাদের জাতীয় জীবনে প্রতিটি মানুষের ভয় কে জয় করার মানসিকতা তৈরি করার দরকার।