প্রকাশ: ২০ অক্টোবর, ২০২০ ২০:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শীঘ্রই ভূটানের সাথে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া দু’দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় স্থান পায়।
আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে ভূটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলের সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। এসময় দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও গৃরুত্বারোপ করা হয়।
সবজি প্রক্রিয়াকরণ প্লান্ট স্থাপনে ভূটানের কারিগরি সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভূটানের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এবিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
ভূটান কর্তৃক বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দু’দেশের যৌথ অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও এসময় আলোচনা হয়।