ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে কাপড় ব্যবসায়ী নিহত


প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে কাপড় ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে দু'পা বিচ্ছিন্ন হয়ে মুক্তার হোসেন কাচ্চু (৩৫) নামে এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে।

পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকামেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।   

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উদ্ধার কারী নাজমুল হোসেন টিঠু জানান, কারওয়ান বাজার এলাকায় পাশাপাশি দুটি ট্রেন যাওয়া-আসার মাঝে পরেন, একটি লোক, তার দু'পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

লোকজন দেখছিল, তখন সেখান থেকে দ্রুত তাকে হাসপাতালে আনা হয়, সেখানে চিকিৎসক মৃত বলে জানান। মৃতের রুমমেট আব্দুর রহমান ঢামেকে এসে লাশ সনাক্ত করেন।

তিনি বলেন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ গ্রামের মৃত সুরুজ মন্ডলের ছেলে। বর্তমানে নিউমার্কেট এলাকার আইয়ুব আলী কলোনীর একটি ম্যাচে থাকেন। ৩ মেয়ের জনক ছিলেন তিনি। এবং বাচ্চু নিউমার্কেট এলাকায় ফুটপাতে কাপড়ের ব্যাবসা করতেন।


   আরও সংবাদ