ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

বরগুনায় পিস্তল ও একনলা বন্দুকসহ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড


প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২০ ১৬:৫৮ অপরাহ্ন


বরগুনায় পিস্তল ও একনলা বন্দুকসহ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার : বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন লালদিয়া চর এলাকায় অভিযান পরিচালনা করে একটি বোট থেকে ১০টি ধারালো ছুরি, ৭টি দেশীয় পিস্তল এবং ১৪টি একনলা বন্দুক জব্দ করেছে কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড সদর দফতার থেকে মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এম হায়াত ইবনে সিদ্দিক এক বার্তায় এতথ্য জানান।

বিএন এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, এই অবৈধ অস্ত্রগুলো লুকায়িত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত অবৈধ অস্ত্র এবং ধারালো ছুরিগুলো পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। 

বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও ডাকাতি দমন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।


   আরও সংবাদ