প্রকাশ: ৯ অক্টোবর, ২০২০ ১৯:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীর চকবাজার মডেল থানাধীন, দক্ষিণ-পশ্চিম ইসলামাবাদ জান্নাতুল বাকি জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
শুক্রবার (০৯ অক্টোবর) বিকালে র্যাব-১০'এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক বার্তায় বিএন নিউজকে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- নাসির (৩৫) ও ওহিদুল ইসলাম (৫০)। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।
কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আসামিরা প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর চকবাজার মডেল থানা সহ আশেপাশের থানা এলাকায় মাদক দ্রব্য ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে।
রাজধানীর চকবাজার মডেল থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০(খ) ধারায় অপরাধ করেছে মামলা হয়েছে।